SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

সৌভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বাতাবরণের বার্তা দিতে বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান


 

সৌভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বাতাবরণের বার্তা দিতে বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান


Lutub Ali 
Bengal Times News, 18 April 2025

লুতুব আলি, কলকাতা : সৌভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বাতাবরণের বার্তা দিতে এবং বাংলা ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে অনুষ্ঠিত হলো এক বর্ণময় অনুষ্ঠান। আয়োজক সর্বভারতীয় প্রতিষ্ঠান জেনারেশন অ্যাচিভারের সাহিত্য শাখা আন্তর্জাতিক সাহিত্য দিশারী। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে সকলকে স্বাগত জানান এবং স্বাগত ভাষণ দেন সংগঠনের কর্ণধার তথা বিশিষ্ট শিক্ষক, সংগঠক মানব মুখার্জী। মানব মুখার্জী বলেন, কলকাতার বুকে একটি দৃষ্টান্তমূলক অনুষ্ঠান হল। বিশেষ করে অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় সমগ্র পৃথিবীব্যাপী অশান্তি বিরাজ করছে ব্যাপকভাবে! তাই শান্তির বার্তা দিতে, সৌভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে, উন্মোচিত করতে, বার্তা দিতে এবং বাংলা ১৪৩২ বর্ষকে রঙিনভাবে বরণ করতে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাহিত্য দিশারীর সভাপতি প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, সহ-সভাপতি ড. দীপ্তি মুখার্জী, সম্পাদক উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী, সহ-সম্পাদক ড. মুস্তাক আহমেদ, বাউল শ্রী উপাধিপ্রাপ্ত লোকসংগীত শিল্পী বেতার দূরদর্শন খ্যাত সত্য রঞ্জন মন্ডল। 

অনুষ্ঠানে বিশেষ নজর কাড়া ছিল চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। হার মনিকার মধুর সুরে শিশু শিল্পী রূপকথা সমাদ্দার সকলের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানে মননশীল আলোচনা, কবিতা আবৃত্তি, নাচে গানে অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে মুখরিত হয়ে ওঠে। এই অনুষ্ঠানে অন্যান্য যাঁদের উজ্জ্বল উপস্থিতি তাঁরা হলেন কুমুদ রঞ্জন মল্লিক এর উত্তরসূরী বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কবি সাহিত্যিক প্রতীক মুখার্জী, বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা, কবি শিব শংকর বক্সী, নদীয়া হিউম্যান রাইটস থেকে উপস্থিত ছিলেন জয়ন্ত মেট, অধ্যাপক গবেষক ডঃ স্বরূপ মালাকার, অধ্যাপক গবেষক গীতিকার ডঃ সোমনাথ দে, সংগীতশিল্পী প্রণতি সাহা, আন্তর্জাতিক সাংস্কৃতিক মহামঞ্চের প্রাণপ্রতিমা রূপা শিকদার, আন্তর্জাতিক সাহিত্য দিশারী প্রধান কার্যনির্বাহী কবি সাহিত্যিক সমাজসেবী সুমিতা পইরা, প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ব বরেণ্য কবি সাহিত্যিক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জনকারী পৃথ্বীরাজ সেন, কবি সঙ্গীতজ্ঞ, নৃত্য শিল্পী ডালিয়া রায়, কবি সাহিত্যিক অভিনেতা অজয় ভট্টাচার্য, পুলিশ আধিকারিক সমাজসেবী উদয় শঙ্কর হালদার, কবি কৃষ্ণা দাস, আইনজীবী উত্তম প্রামানিক, বিশিষ্ট সমাজসেবী, সমাজকর্মী তরুণ সমাজের আইকন সুদীপা চ্যাটার্জী, বিশিষ্ট কবি সাহিত্যিক সমাজসেবী কৃষ্ণকলি বেরা, কবি সাহিত্য প্রাণ ব্যক্তিত্ব হলদিয়ার দীপক পন্ডা, হালিশহর সবুজ সংকল্পের প্রাণপুরুষ রঞ্জিত কুমার দে, বিশিষ্ট কবি সাহিত্যিক লালন গবেষক বর্ষিয়ান সাংবাদিক বরুণ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের প্রায় শতাধিক কবি, সাহিত্যিক, সমাজকর্মী, নৃত্যশিল্পীদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্পর্শ করে। আন্তর্জাতিক সাহিত্য দিশারীর ছন্দে ছন্দে, সৃজনে, মননে সাহিত্য অনুষ্ঠানটি এক অনন্য মাত্র এনে দেয়। আর ও উল্লেখ্য রাণীগঞ্জ থেকে উপস্থিত ছিলেন মেঠো কবি অচিন্ত্য মন্ডল। 

অনুষ্ঠানে শিক্ষক কবি সাহিত্যিক বৈদ্যনাথ পাল কে মাতৃভাষা জয়ী কৃতি বাঙালি সম্মাননা প্রদান করা হয়। সেদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না বাচিক শিউলি সরকার ও শেষ ভাগে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ।, শান্তিনিকেতন থেকে উপস্থিত ছিলেন কবি চিরন্তন দাস। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad