SCROLL

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Maa Carnival and Sharad Samman জামালপুরে মা কার্নিভালের শোভাযাত্রা ও শারদ সম্মান প্রদানে মানুষের উপচে পড়া ভিড়


 

Maa Carnival and Sharad Samman


জামালপুরে মা কার্নিভালের শোভাযাত্রা ও শারদ সম্মান প্রদানে মানুষের উপচে পড়া ভিড় 




Atanu Hazra 
Bengal Times News, 14 October 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও জামালপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত হলো মা কার্নিভাল। অংশ নিয়েছে জামালপুরের নেতাজি এথেলেটিক ক্লাব, কালারাঘাট ব্যবসায়ী সমিতি, হালাড়া সর্বজনীন, সেলিমাবাদ সর্বজনীন, জামালপুর কালিতলা সর্বজনীন, জামালপুর গঞ্জ বারোয়ারি। 

এই উপলক্ষে মেমারি তারকেশ্বর রোডের জামালপুর ব্লক অফিসের সামনে থেকে গ্রাম পঞ্চায়েত পেরিয়ে প্রায় পুলমাথার কাছ পর্যন্ত পুরো রাস্তা আলপনায় সুসজ্জিত করা হয়েছে। এদিন কার্নিভালের মঞ্চ থেকে এলাকার উল্লেখযোগ্য দুর্গা পূজা কমিটিগুলোকে শারদ সম্মান প্রদান করা হয়। 

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ডেপুটি পুলিশ সুপার (ডি ঈ বি) অজয় চ্যাটার্জী, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পুলিশের সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ওসি ইন্সপেক্টর নিতু সিং, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, সর্বোপরি যার মূল উদ্যোগে মা কার্নিভাল অনুষ্ঠানের আয়োজন সেই কান্ডারী জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব।

মঞ্চে উদ্বোধন অনুষ্ঠানের পরেই কার্নিভালের শোভাযাত্রা শুরু হয়। অংশগ্রহণকারী পুজো কমিটিগুলোর পক্ষ থেকে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সমাজ সচেতনতা থেকে শুরু করে সৃজনশীল নৃত্যানুষ্ঠান, পৌরাণিক আঙ্গিকের নৃত্য, ব্রত নৃত্য, ছৌ নৃত্য, রণপা নৃত্য সব মিলিয়ে নানান উপস্থাপনায় দর্শকদের মন ভরে যায়।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার ১৬ টি দুর্গা পুজা কমিটিকে পুরস্কার প্রদান করা হয়। এদিন প্রতিমা, মন্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং পরিবেশ সচেতনতায় পুরস্কৃত করা হয়। 

এই চার টি বিষয়ে পুরস্কার পেয়েছে --



প্রতিমা

প্রথম : কাঠুরিয়াপাড়া সর্বজনীন দুর্গা পুজা কমিটি (জামালপুর-২)

দ্বিতীয় : বকুলতলা বারোয়ারী (জামাপুর-২)

দ্বিতীয় : পাঁচশিমুল বারোয়ারী পুজা কমিটি (আবুজহাটি-১)

তৃতীয় : জৌগ্রাম প্রভাত স্মৃতি সংঘ। (জৌগ্রাম)


মণ্ডপ

প্রথম : কালেরাঘাট বাজার ব্যবসায়ী সমিতি (জামালপুর-২)

দ্বিতীয় ::কাঁশরা ভুবনেশ্বরী সর্বজনীন (পূর্ব পাড়া) (জামালপুর-২)

তৃতীয় : আটিপাড়া সর্বজনীন দুর্গা পুজা কমিটি (জাড়গ্রাম)

তৃতীয় : মসাগ্রাম স্টেশন সর্বজনীন দুর্গা পুজা (আঝাপুর)



আলোকসজ্জা

প্রথম : হালাড়া সর্বজনীন দুর্গা পুজা কমিটি (জামালপুর-১)

দ্বিতীয় : চৌবেড়িয়া সর্বজনীন পুজা কমিটি (পাঁচড়া)

দ্বিতীয় : কাঁশরা ভুবনেশ্বরী সর্বজনীন। পূর্ব পাড়া) (জামাপুর-২)

তৃতীয় : কিশলয় সমিতি (জামাপুর-২)



পরিবেশ

প্রথম : নেতাজি অ্যাথলেটিক ক্লাব (জামালপুর-২)

দ্বিতীয় : চকদিঘী মিলন সংঘ (চকদিঘী)

তৃতীয় : টাঙ্গাবেড়িয়া সর্বজনীন সংঘ (জৌগ্রাম)

তৃতীয় : মুইদিপুর বকুলতলা সর্বজনীন (জোৎশ্রীরাম)

এছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপর জেলা পুলিশ প্রসাশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। ৪৫ হাজার টাকার অর্থ মূল্য সহ সুদৃশ্য ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এই পুরস্কারটি পেয়েছে কাঁশরা ভুবনেশ্বরীতলা দুর্গা পূজা কমিটি। 

পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ডেপুটি পুলিশ সুপার (এনফোর্সমেন্ট বিভাগ) অজয় চ্যাটার্জী, জামালপুরের বিডিও পার্থ সারথি দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার ওসি ইন্সপেক্টর নিতু সিং সম্মিলিত ভাবে পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেন। এদিন সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন জামালপুরে  কার্নিভালের মূল কান্ডারী সাহাবুদ্দিন মন্ডল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad