TMC Winner সমবায় নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী
Bengal Times News, 9 September 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সমবায় নির্বাচনে আবার জয়ী তৃণমূল কংগ্রেস। আজ জোতশ্রীরাম অঞ্চলের জোতশ্রীরাম সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেবার দিন ছিল। বিকাল ৩ টে পর্যন্ত নমিনেশন তোলা ও জমা দেবার সময় নির্দিষ্ট ছিল। বিকাল ৩ টার সময় দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়া আর অন্য কোনো দল নমিনেশন জমা করে নি।
সেই বিচারে তৃণমূল ওয়াকওভার পেয়ে যায়। মনোনয়ন জমা দেবার সময় প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা।
বিধায়ক অলক কুমার মাঝি বলেন রাজ্য সরকার কৃষি ও কৃষকদের জন্য যা করেছে তাতে করে বিরোধীরা কেউ নমিনেশন দিতে পারেনি। মেহেমুদ খান বলেন, কদিন আগে বেড়ুগ্রামে মাঠনসিপুর সমবায় নির্বাচনে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি, আজকেও তাই হলো। আসলে রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করছেন তাতে বিরোধীরা কোনো জায়গা পাচ্ছে না। নতুন বোর্ড গঠন হলে তাঁরা মুখ্যমন্ত্রীর দেখানো পথে কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করবে। রিটার্নিং অফিসার সৌরভ রুদ্র বলেন, আজ জোতশ্রীরাম সমবায়ের নমিনেশন তোলা ও জমা দেবার দিন ছিল ১৫ জন মনোনয়ন তুলে জমা দিয়েছেন।