Lalji Temple
তিনশো বছরের প্রাচীন কালনার ঐতিহ্যবাহী লালজি মন্দির চত্বর বৃষ্টির জলে ভাসছে
Bengal Times News, 3 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, কালনা : প্রায় তিনশো বছরের প্রাচীন কালনার লালজি মন্দির চত্বর বৃষ্টির জলে ভাসছে। কালনার লালজী ভারতবর্ষে ঐতিহ্যবাহী মন্দির হিসেবে স্থান পেয়েছে ভারতের ডাকটিকিটে।
বর্তমানে এই মন্দিরের দুরাবস্থা পর্যটকদের হতাস করছে। আসলে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে প্রাচীন এই স্থাপত্য। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই রাজবাড়ী চত্বরে লালজি মন্দির দেখবার জন্য। ২৫ চূড়ার এই মন্দির টেরাকোটা শিল্প কাজে সমৃদ্ধ। পঞ্চবিংশতিরত্ন মন্দির হিসেবে দেশ জুড়ে খ্যাতি রয়েছে কালনা লালজি মন্দিরের।
অথচ নিকাশি ব্যবস্থার বেহাল দশায় এই মন্দির চত্বর জলে জলময়। এক হাঁটু জল পেরিয়ে এই মন্দিরে ঢুকতে হচ্ছে পর্যটকদের। সব থেকে বড় বিষয় এই মন্দিরের রক্ষণাবেক্ষণে আছে পুরাতত্ত্ব বিভাগ। স্বাভাবিকভাবেই পর্যটকরা এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দিকে আঙ্গুল তুলছেন।