Janmashtami Utsav
মায়াপুর ইসকনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
Bengal Times News, 26 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, মায়াপুর : অধিবাসের মধ্যে দিয়ে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে সাড়ম্বরে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই ছিল সাজো সাজো রব মায়াপুর ইসকন মন্দিরে। দেশ-বিদেশের অসংখ্য ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছিল ইসকন মায়াপুর। সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় জন্মাষ্টমী উৎসব।
হরিনাম সংকীর্তন সহ বিশ্বশান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টকম পাঠ ছাড়া ও নানা রকম অনুষ্ঠান। আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান। ইসকনের সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারাদিন কৃষ্ণভজনায় মেতে রয়েছেন। মায়াপুর ইসকনের জন্মাষ্টমী উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকনে।