আর জি কর হাসপাতালে নারকীয় কান্ডের প্রতিবাদে বর্ধমানে পথে নামলো স্কুল পড়ুয়ারা
Bengal Times News, 21 August 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে সমাজে বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি এবার পথে নামতে শুরু করেছে স্কুল পড়ুয়ারা। ২১ আগস্ট রাস্তায় নামল বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রছাত্রী, পরিচালন সমিতির সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে পদযাত্রা কাঞ্চননগর রথতলা উদয়পল্লীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অপরাধের বিচার চেয়ে এবং চিকিৎসক তথা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্লোগান দেয় অংশগ্রহণকারীরা। শিক্ষক কমল সাহার পরিচালনায় ছাত্রী সোনালি সোহিনী হেমাদের কণ্ঠে পরিবেশিত হয় ‘আমরা করবো জয়’ গানটি।
শিক্ষিকা আঁখি চক্রবর্তী বললেন, ২০ আগস্ট নবম দশম শ্রেণির ছাত্রীরা আবেদন করে পদযাত্রার জন্য। তাদের অনুরোধেই আজকের এই অনুষ্ঠান। চিকিৎসকের কাছে যেতে হয় আমাদের সবাইকে। ফলে তাঁরা যাতে কোনভাবে হেনস্থার শিকার না হন তা দেখার দায়িত্ব আমাদের সবার।
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, 'আমাদের ছাত্রছাত্রীরা সমাজসচেতন। প্রতিদিন সকালের সমবেত সঙ্গীতের পর ওরা সংবাদপত্র থেকে রোজকার খবর পড়ে। পাঠ করে মনীষীদের বাণী। ওরা আর জি করের দুর্ঘটনা সম্বন্ধে অবহিত। মূলত ওদের আগ্রহে আজকের এই পদযাত্রা। আমরাও চাই দ্রুত বিচারপ্রক্রিয়া সমাপ্ত হোক এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তি পাক। কারণ এর সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় জড়িত'।