Digha Special train
ভরা বর্ষায় সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের জন্য কলকাতা-দীঘা স্পেশাল ট্রেন
Bengal Times News, 12 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : আষাঢ় - শ্রাবণের ভরা বর্ষায় টাটকা ইলিশের স্বাদ পেতে দীঘা সমুদ্র সৈকত ভ্রমণের জন্য এখন আর হাওড়া দৌড়নোর দরকার নেই, কলকাতা স্টেশন থেকেই সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার দীঘার ট্রেন চলছে।
৭ জুলাই রথের দিন চালু হল কলকাতা স্টেশন থেকে দীঘা যাওয়ার প্রথম সরাসরি ট্রেন। এই ট্রেনে চেয়ারকার, স্লিপার ক্লাস এবং এসি সবরকম শ্রেণিরই বন্দোবস্ত আছে। অনেকেই এরমধ্যে এই ট্রেনে চেপে ঘুরেও এসেছেন। এই ট্রেনের জনপ্রিয়তা এতো বেশি যে এরমধ্যেই আগামী শনিবার ১৩ জুলাই রিজার্ভেশনের অবস্থান RAC। যাঁরা ১৪ জুলাই রবিবার উল্টোরথের দিন যাবেন ভাবছেন, সেদিনও কিন্তু ওয়েটিং লিস্ট। এই শনি রবিবারও যাঁরা টিকিট কাটেননি, তারা সুযোগ হাতছাড়া না করে সত্বর টিকিট কাটুন পরের শনি রবিবার দীঘার সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য। দীপুদা (দীঘা - পুরি - দার্জিলিং) প্রিয় বাঙালির জন্য এটাই বর্ষার মরশুমে পূর্বরেলের নতুন আকর্ষণীয় উপহার।
শনি-রবিবার কলকাতা - দীঘা স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় ছেড়ে সন্ধ্যে ৬:৫০ এ দীঘায় পৌঁছে দেবে। উল্টোদিকে দীঘা - কলকাতা স্পেশাল ট্রেনটি দীঘা থেকে সন্ধ্যে ৭:১০ এ ছেড়ে কলকাতা পৌঁছে দেবে রাত ১১:৫৫ মিনিটে। এই ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ - পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান, তমলুক, মেচেদা, কাঁথি ইত্যাদি সরাসরি যেতে চান, তারাও এই ট্রেনে চড়ে পড়তে পারেন, যাতে সহজেই ওই স্টেশনগুলোতে পৌঁছানো যায়।