SBI celebrate Bank Day
মেমারি চোটখন্ড এসবিআই এর প্রতিষ্ঠা দিবস উদযাপন
Bengal Times News, 2 July 2024
জগন্নাথ ভৌমিক, মেমারি : ভারতীয় স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে একটি বিশেষ দিন ১ জুলাই। ১৯৫৫ সালের এই দিনটিতেই ভারতের বৃহত্তম বানিজ্যিক ব্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠা পায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এস বি আই)। আর সেই জন্যই প্রতি বছর ব্যাঙ্কের প্রতিটি শাখা পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
পূর্ব বর্ধমান জেলায় ভারতীয় স্টেট ব্যাঙ্কর বিভিন্ন শাখার পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। মেমারী - ১ ব্লকের দুর্গাপুর অঞ্চলের অন্তর্গত এসবিআই এর চোটখন্ড শাখা এদিন গ্রাহকদের পরিষেবা প্রদানের পাশাপাশি সচেতনতার বার্তা দেয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেওয়া হয়।
এসবিআই এর চোটখন্ড শাখার ম্যানেজার পরিমল রক্ষিত বলেন, ভারতীয় স্টেট ব্যাঙ্কের জন্য ১ জুলাই একটি বিশেষ আনন্দোজ্জ্বল দিন। আজ ব্যাঙ্কের ৭০ তম জন্মদিন। যদিও মূল শিকড়ের ইতিহাস আরও দীর্ঘ। যেহেতু ১৯৫৫ সালের ১ জুলাই ভারতীয় স্টেট ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটি এসবিআই এর 'ব্যাঙ্ক ডে' হিসেবে পালন করা হয়।
বর্তমানে গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারত সহ আন্তর্জাতিক স্তরে নেটওয়ার্ক ও প্রযুক্তির ব্যবহারে ভারতীয় স্টেট ব্যাঙ্ক একটি উজ্জ্বল নাম। চোটখন্ড শাখায় গ্রাহকদের পরিষেবা প্রদানের সঙ্গেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।