Bipattarini Pujo
বিপত্তারিণী পুজো উপলক্ষে নবদ্বীপের অন্যতম প্রাচীন দেবী পোড়ামা মন্দিরে ভক্তের ঢল
Bengal Times News, 9 July 2024
বেঙ্গল টাইমস নিউজ, নবদ্বীপ : মঙ্গলবার সকাল থেকে বিগত বছরের ন্যায় এ বছরও বিপত্তারিণী ব্রত বা পুজো উপলক্ষে নবদ্বীপের অন্যতম প্রাচীন দেবী পোড়ামার মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামে। বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে ছুটে আসেন ভক্তরা।
অপরদিকে ভক্তদের পুজো দিতে কোনও রকম সমস্যায় না পড়তে হয় সে বিষয়টি মাথায় রেখে মন্দিরে মোতায়ন করা হয় প্রচুর সাদা পোশাকের পুলিশ। মূলত আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার দেবী বিপত্তারিণীর পুজো হয়ে থাকে।
যিনি বিপদকে তারণ করেন তিনি বিপত্তারিণী। কথিত আছে আদি শক্তি হলেন দেবী দুর্গা। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্নরূপ। দেবী দুর্গার ১০৮ রূপের মধ্যে এক রূপ দেবী বিপত্তারিণী।