নবদ্বীপ শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অবৈধ দখলদারি হটাতে তৎপর পুলিশ ও পৌর প্রশাসন
Bengal Times News, 30 June 2024
বেঙ্গল টাইমস নিউজ, নবদ্বীপ : নবদ্বীপ শহরে রাধাবাজার থেকে পোড়ামাতলা রোডে অবৈধ দখলদারী হটাতে অভিযানে নামল পুলিশ ও পৌর প্রশাসন। রবিবার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, ভাইস চেয়ারম্যান একাধিক কাউন্সিলর সহ পৌর আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে রাস্তার দু'পাশে থাকা বেশ কিছু অস্থায়ী হকার এবং অবৈধভাবে রাস্তার বেশ কিছুটা অংশ দখল করে থাকা দোকানদারদের সতর্ক করলেন।
চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান, শহরের রাধাবাজার থেকে পোড়ামাতলা ব্যস্ততম রোডে অবৈধ দখলদারী রয়েছে। তাদের সরে যাওয়ার জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হল। এরপরও তারা যদি না সরে যায় তাহলে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।