ভোট প্রচারকে কেন্দ্র করে তুমুল অশান্তি, তৃণমূল কর্মীর আঙ্গুল কামড়ে নিল বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী
Bengal Times News, 9 May 2024
অতনু হাজরা, জামালপুর : ভোটের প্রচার প্রায় শেষ লগ্নে। এই ভোট প্রচারের মাঝে অশান্ত হয়ে উঠলো জামালপুরের জৌগ্রাম। জৌগ্রামের বাদপুরে বাড়ি বাড়ি প্রচারে যায় জৌগ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা। সেখানে এক তৃণমূল কর্মী সমর্থকের বাড়িতে ভোট প্রচারে গেলে শুরু হয় বচসা। আর তারপরেই তৃণমূল কর্মীর আঙ্গুল কামড়ে কেটে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সদস্যের স্বামীর বিরুদ্ধে। ওই তৃণমূল কর্মীর কথায় তাদের বাড়িতে ভোট প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তি মূলক কথা বলছিলেন ওই পঞ্চায়েতের বিজেপি সদস্যা। তারপরেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং আচমকায় বিজেপি সদস্যার স্বামী তার হাতের আঙ্গুল কামড়ে কেটে নেয়। এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে বিজেপিও পাল্টা অভিযোগ জানায় যে ওই পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানি করার সঙ্গে মারধর করে তৃণমূল কর্মীরা। তারাও লিখিত অভিযোগ জানিয়েছেন জামালপুর থানায়। অভিযোগের ভিত্তিতে এক তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ। তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, জামালপুরে বিজেপির অস্তিত্ব সংকটের মধ্যে চলছে। এখানে তাদের না আছে সংগঠন না আছে লোকজন। তাই ভোটের আগে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার জন্য এই ধরনের অশান্তির ঘটনা ঘটিয়ে চলেছে। তিনি বলেন, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।