Parliamentary election
রাত পোহালেই পশ্চিমবঙ্গের তিন লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ
Bengal Times News, 25 April 2024
বেঙ্গল টাইমস নিউজ : আঠারো তম লোকসভা ভোটের দ্বিতীয় দফায় বাংলায় তিন কেন্দ্রে রাত পোহালেই ভোট গ্রহণ। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দার্জিলিং লোকসভা কেন্দ্রে ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইতিমধ্যেই ভোট কর্মীরা দার্জিলিং লোকসভা কেন্দ্রের দুর্গম এলাকায় ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে গিয়েছেন। দার্জিলিং লোকসভার অন্তর্গত শ্রীখোলা, দারাগাঁও এবং সামদেনগাঁও-এর দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটকর্মীরা ট্রেক করে পৌঁছেছেন।
অন্যান্য রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত।
Pic. By courtesy : PIB