বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
Bengal Times News, 24 April 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : খনার বচনে বলে মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। খনার বচন অনুযায়ী শুভ কাজ বুধবারে করলে নাকি সফলতা আসে। সেই বুধবার কেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেছে নিলেন বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তীব্র দাবদহের মধ্যে সুসজ্জিত বিভিন্ন ট্যাবলো শোভাযাত্রা সাজানো হয়েছিল, এছাড়াও ছিল একাধিক বাদ্যযন্ত্র। এই র্যালিতে উচ্ছ্বাস ছিল যথেষ্ট। শহরের জি টি রোড জোড়া মন্দির এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে জেলা শাসক দপ্তরে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিনের র্যালিতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এক হাতে ডমরু অন্য হাতে দলীয় প্রতীক নিয়ে খোস মেজাজেই ছিলেন। র্যালিতে ছিলেন বিজেপি নেতৃত্ব রাহুল সিনহা, সায়ন্ত্বন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্যরা।
জোড়া মন্দির এলাকা থেকে আসার পথে বিজেপি প্রার্থী কে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে হাজার হাজার কর্মী সমর্থকরা। বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার রিটার্নিং অফিসার তথা জেলা শাসক কে রাধিকা আইয়ার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এর মনোনয়নপত্র গ্রহণ করেন।
দলীয় কর্মীদের কথায় নির্বাচনে প্রার্থী হয়ে প্রথম দিনে বর্ধমানের মাটিতে পা রাখার পর থেকে আজ পর্যন্ত দিলীপ ঘোষ যেভাবে সাধারণ মানুষের সাড়া পেয়েছেন তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল ধোপেই টিকবে না।
বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ একটি সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে তিনি বলেন, দুর্ণীতির দায়ে যদি দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারেন তাহলে বাংলার ক্ষেত্রেও ছাড় পাবেন না।