চড়ক অনুষ্ঠানে ঢাক বাজাতে গিয়ে মাটিতে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
Bengal Times News, 6 April 2024
সৈয়দ আবু জাফর, শান্তিপুর : চড়ক অনুষ্ঠানে সন্ন্যাসীদের সঙ্গে ঢাক বাজাতে বাজাতে মাটিতে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অনুপ মাহাতো। বয়স আনুমানিক ৩৬ বছর, তার বাড়ি নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহাতো পাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চড়ক পুজো অনুষ্ঠান উপলক্ষ্যে শান্তিপুর পৌরসভার মাহাতো পাড়ায় সন্ন্যাসীদের সঙ্গে ঢাক বাজাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা অনুপ মাহাতো নামে এক যুবক। ঢাক বাজাতে বাজাতেই হঠাৎ অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। শনিবার দুপুরে অনুপ মাহাতোর মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে যুবকের ঢাক বাজাতে বাজাতে আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক চড়ক উৎসবের উদ্যোক্তারা।