পলাশ গাছ বাঁচাতে সুদূর পুরুলিয়ায় গাছ গ্রুপের বিশেষ প্রচারাভিযান
Bengal Times News, 25 March 2024
লুতুব আলি, পুরুলিয়া : সবুজায়নের বার্তা দিতে পুরুলিয়ায় হাজির হল বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ। পুরুলিয়া, বাঁকুড়া মূলত পলাশ বনে বনাকীর্ণ। যথেচ্ছ ভাবে গাছ নিধন হওয়ায় গাছ গ্রুপ উদ্বিগ্ন। রাঢ় বাংলার এই দুটি জেলায় স্বদলবলে উপস্থিত হয়ে গাছ গ্রুপের সবুজ শ্রমণ, শ্রমণারা পলাশ গাছ রোপন ও বাঁচাতে বিশেষ প্রচার শুরু করলেন। গাছ গ্রুপ দারুণ একটা আদর্শ সময়ে এই প্রচার শুরু করেছে। যেখানে পলাশ ঘোর বসন্তে রঙিন হয়ে হাসছে... পলাশ গাছ ও তার বিভিন্ন অংশ মানুষের প্রাত্যহিক জীবনে মহৌষধির কাজ করে। এই গাছের ভেষজ গুণাবলী গুলি সাধারণ মানুষ জানলে অনেক কঠিন রোগের উপশম হয়। খন্ডবন লাগিয়ে গাছ গ্রুপ ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার পলাশ বন রোপন ও বাঁচাতে গাছ গ্রুপ একপ্রকার মরিয়া হয়ে কাজ করছে। গাছ গ্রুপের পুরোধা, গাছ মাস্টার তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন। এই গ্রুপের সদস্য, সদস্যাদের অকৃত্রিম ভালবাসায় গাছ গ্রুপ পল্লবিত হয়ে চলেছে। ২৩ মার্চ পুরুলিয়ার জয়চন্ডী, গড় পঞ্চকোট, বরন্তিতে ফ্লেক্স, লিফলেট সহযোগে গাছ গ্রুপের সদস্যরা পলাশ গাছ বাঁচাতে বিশেষ প্রচার শুরু করলেন। পথচলিত মানুষেরাও এই প্রচার থেকে সচেতনতার বার্তা পেলেন। গাছ গ্রুপের সঙ্গে ছিলেন সবুজ শ্রমণ শান্তব্রত সাঁই, সৌভিক সাঁই, সবুজ শ্রমনা স্নিগ্ধা সাঁই, বর্ণালী কোনার, সমর্পিতা কোনার প্রমুখ। রঙিন দিনে জমিয়ে ছুটি উপভোগ না করে এই গ্রুপের সদস্য সদস্যরা ভিন জেলায় গিয়ে গাছ লাগান, জীবন বাঁচানোর বার্তা দেওয়ার কাজে নিজেদের যুক্ত রাখলেন। গাছ গ্রুপের এই উদ্যোগ এককথায় নজিরবিহীন। গাছ বাঁচাতে গাছ গ্রুপের বিনম্র আবেদন হল : জীবনকে সুন্দর করে সাজাতে হলে বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যেতে হবে। গাছ-গাছালিদের মধ্যে অন্যতম হলো পলাশ। মানুষের প্রাত্যহিক জীবনে এই গাছের উপকারিতা অসামান্য। পলাশ গাছের সমস্ত কিছুই মহৌষধির কাজ করে। সাধারণভাবে ফুলের শোভা মানুষের জীবনকে শোভিত করে, মনে প্রফুল্ল এনে দিতে সহায়কের ভূমিকায় কাজ করে। আমাদের নিকট আত্মীয়র মতই স্বজন। মানুষের জীবনকে গাছ থেকে বিচ্ছিন্ন করা চলবে না। গাছ নিধন হলেই তাকে প্রতিহত করতে হবে।
এক সাক্ষাৎকারে অরূপ চৌধুরী বলেন, পুরুলিয়া, বাঁকুড়া পলাশের স্বর্গ। এই সমস্ত অঞ্চলেও যথেচ্ছ ভাবে গাছ নিধন হওয়ার খবর পাওয়া যায়। পলাশ গাছকে বাঁচাতে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রচার চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও এই প্রচার চালাতে আমরা হাজির হয়েছি। সবুজায়নের বার্তা দিতে খন্ডবন তৈরি করে আমরা সফল হয়েছি। বর্ধমান শহরে গাছ মেলাও করা হয়েছে। ব্যাপক সাড়া মিলেছে। একইসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল কংগ্রেসে গাছ গ্রুপ অংশগ্রহণ করেছে। ২৪ মার্চ রঘুনাথপুর, নেতুয়া সহ ঝাড়খণ্ডের চিরকুন্ডা, মাইথনেও সফলভাবে প্রচার চালানো হয়েছে। স্থানীয় মানুষদেরও ব্যাপকভাবে সাড়া পাওয়া গেছে। গবেষণায় জানা যায় পলাশ গাছ অন্ত্রের কৃমি, চোখের প্রদাহ, ডায়াবেটিস, লিভারের রোগ, ডায়ারিয়া, কিডনিতে পাথর, ক্ষত নিরাময়ের কাজ করে। পলাশ গাছের ভেষজ গুণাবলী বিশদভাবে জানলে নানান জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।