SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পলাশ গাছ বাঁচাতে সুদূর পুরুলিয়ায় গাছ গ্রুপের বিশেষ প্রচারাভিযান


 

পলাশ গাছ বাঁচাতে সুদূর পুরুলিয়ায় গাছ গ্রুপের বিশেষ প্রচারাভিযান 


Lutub Ali
Bengal Times News, 25 March 2024

লুতুব আলি, পুরুলিয়া : সবুজায়নের বার্তা দিতে পুরুলিয়ায় হাজির হল বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ। পুরুলিয়া, বাঁকুড়া মূলত পলাশ বনে বনাকীর্ণ। যথেচ্ছ ভাবে গাছ নিধন হওয়ায় গাছ গ্রুপ উদ্বিগ্ন। রাঢ় বাংলার এই দুটি জেলায় স্বদলবলে উপস্থিত হয়ে গাছ গ্রুপের সবুজ শ্রমণ, শ্রমণারা পলাশ গাছ রোপন ও বাঁচাতে বিশেষ প্রচার শুরু করলেন। গাছ গ্রুপ দারুণ একটা আদর্শ সময়ে এই প্রচার শুরু করেছে। যেখানে পলাশ ঘোর বসন্তে রঙিন হয়ে হাসছে... পলাশ গাছ ও তার বিভিন্ন অংশ মানুষের প্রাত্যহিক জীবনে মহৌষধির কাজ করে। এই গাছের ভেষজ গুণাবলী গুলি সাধারণ মানুষ জানলে অনেক কঠিন রোগের উপশম হয়। খন্ডবন লাগিয়ে গাছ গ্রুপ ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার পলাশ বন রোপন ও বাঁচাতে গাছ গ্রুপ একপ্রকার মরিয়া হয়ে কাজ করছে। গাছ গ্রুপের পুরোধা, গাছ মাস্টার তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন। এই গ্রুপের সদস্য, সদস্যাদের অকৃত্রিম ভালবাসায় গাছ গ্রুপ পল্লবিত হয়ে চলেছে। ২৩ মার্চ পুরুলিয়ার জয়চন্ডী, গড় পঞ্চকোট, বরন্তিতে ফ্লেক্স, লিফলেট সহযোগে গাছ গ্রুপের সদস্যরা পলাশ গাছ বাঁচাতে বিশেষ প্রচার শুরু করলেন। পথচলিত মানুষেরাও এই প্রচার থেকে সচেতনতার বার্তা পেলেন। গাছ গ্রুপের সঙ্গে ছিলেন সবুজ শ্রমণ শান্তব্রত সাঁই, সৌভিক সাঁই, সবুজ শ্রমনা স্নিগ্ধা সাঁই, বর্ণালী কোনার, সমর্পিতা কোনার প্রমুখ। রঙিন দিনে জমিয়ে ছুটি উপভোগ না করে এই গ্রুপের সদস্য সদস্যরা ভিন জেলায় গিয়ে গাছ লাগান, জীবন বাঁচানোর বার্তা দেওয়ার কাজে নিজেদের যুক্ত রাখলেন। গাছ গ্রুপের এই উদ্যোগ এককথায় নজিরবিহীন। গাছ বাঁচাতে গাছ গ্রুপের বিনম্র আবেদন হল : জীবনকে সুন্দর করে সাজাতে হলে বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যেতে হবে। গাছ-গাছালিদের মধ্যে অন্যতম হলো পলাশ। মানুষের প্রাত্যহিক জীবনে এই গাছের উপকারিতা অসামান্য। পলাশ গাছের সমস্ত কিছুই মহৌষধির কাজ করে। সাধারণভাবে ফুলের শোভা মানুষের জীবনকে শোভিত করে, মনে প্রফুল্ল এনে দিতে সহায়কের ভূমিকায় কাজ করে। আমাদের নিকট আত্মীয়র মতই স্বজন। মানুষের জীবনকে গাছ থেকে বিচ্ছিন্ন করা চলবে না। গাছ নিধন হলেই তাকে প্রতিহত করতে হবে। 

এক সাক্ষাৎকারে অরূপ চৌধুরী বলেন, পুরুলিয়া, বাঁকুড়া পলাশের স্বর্গ। এই সমস্ত অঞ্চলেও যথেচ্ছ ভাবে গাছ নিধন হওয়ার খবর পাওয়া যায়। পলাশ গাছকে বাঁচাতে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রচার চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও এই প্রচার চালাতে আমরা হাজির হয়েছি। সবুজায়নের বার্তা দিতে খন্ডবন তৈরি করে আমরা সফল হয়েছি। বর্ধমান শহরে গাছ মেলাও করা হয়েছে। ব্যাপক সাড়া মিলেছে। একইসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল কংগ্রেসে গাছ গ্রুপ অংশগ্রহণ করেছে। ২৪ মার্চ রঘুনাথপুর, নেতুয়া সহ ঝাড়খণ্ডের চিরকুন্ডা, মাইথনেও সফলভাবে প্রচার চালানো হয়েছে। স্থানীয় মানুষদেরও ব্যাপকভাবে সাড়া পাওয়া গেছে। গবেষণায় জানা যায় পলাশ গাছ অন্ত্রের কৃমি, চোখের প্রদাহ, ডায়াবেটিস, লিভারের রোগ, ডায়ারিয়া, কিডনিতে পাথর, ক্ষত নিরাময়ের কাজ করে। পলাশ গাছের ভেষজ গুণাবলী বিশদভাবে জানলে নানান জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad