BJP Candidate List
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, প্রথম পর্যায়ের তালিকায় পশ্চিমবঙ্গের ২০ জন
Bengal Times News, 2 March 2024
বেঙ্গল টাইমস নিউজ : নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি প্রথম পর্যায়ে ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের ২০ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা
কোচবিহার - নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার - মনোজ টিগ্গা
বালুরঘাট - ড. সুকান্ত মজুমদার
মালদা উত্তর - খগেন মুর্মু
মালদা দক্ষিণ - শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর - ড. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ - গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট - জগন্নাথ সরকার
বনগা - শান্তনু ঠাকুর
জয়নগর - অশোক কান্ডারী
যাদবপুর - ড. অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া - ড. রথীন চক্রবর্তী
হুগলি - লকেট চট্টোপাধ্যায়
কাঁথি - সৌমেন্দু অধিকারী
ঘাটাল - হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া - জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া - ড. সুভাষ সরকার
বিষ্ণুপুর - সৌমিত্র খাঁ
আসানসোল - পবন সিং
বোলপুর - প্রিয়া সাহা