Prithwiraj Sen
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মদিন পালনে উদ্দীপনা
Bengal Times News, 17 January 2024
লুতুব আলি, সল্টলেক : প্রায় দু'হাজার গ্রন্থের রচয়িতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে কলকাতায় ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়। পৃথ্বীরাজ সেনের ৬৮তম জন্মদিন উপলক্ষে ইউনেস্কোর সাংস্কৃতিক প্রকল্পের অনুপ্রেরণায় পৃথ্বীরাজ সেনের লিখিত দ্বিতীয় খন্ড পুস্তক ২১ শতকের সেরা বাঙালি বইটির আত্মপ্রকাশ ঘটে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের ঐক্যতান সভা ঘরে। এই অনুষ্ঠানে এপার বাংলা এবং ওপার বাংলার কুড়িজন কবি ও সাহিত্যিক এবং গুণীজনেরা এই বিরল সম্মানে ভূষিত হলেন। পরিচালনায় ছিল বাংলার মন নটরাজ আর্ট গ্রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইণ্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন এর প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমল দাস গুপ্ত, ভারত সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন দীপ্তিমান বসু, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দৈনিক প্রভাত বার্তার সম্পাদক হাজী আবু কাওসার। আবু কাওসার সেরা বাঙালি আব্দুল করিম ও কিংবদন্তি সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের হাতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তুলে দেন শাহরুখ উত্তরীয় এবং ফুল। অনুষ্ঠানে দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন পৃথ্বীরাজ সেন। আব্দুল করিমের লেখা শিশুর মটরমালা এবং শক্তি গঙ্গোপাধ্যায়ের লেখা রুবাই ই মুসাফির। আব্দুল করিম সহ কুড়ি জন বিভিন্ন বিষয়ে বিশেষভাবে কৃতি ভারতীয় বাঙালি তাদের একবিংশ শতাব্দীর সেরা বাঙালির সম্মাননায় ভূষিত হয়ে সকলেই উচ্চ প্রশংসা করেন। পৃথ্বীরাজ সেনের লেখা একবিংশ শতাব্দীর সেরা বাঙালির পুস্তকটি অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে প্রদান করা হয়।
ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই বিরল অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি বিভূ মুখোপাধ্যায়, হান্নান, বিমল সরকার, গণপতি বন্দ্যোপাধ্যায়, তাহের আলী কারয়, রামকৃষ্ণ চক্রবর্তী, সায়দা বেগম, মোশারফ হোসেন, সোমা পাল, তনুকা চক্রবর্তী, আব্দুল হাই, হিমেন্দু দাস, ডঃ মোস্তাক আহমেদ, দিলীপ মন্ডল, হাজী আজিজুল হক, পর্না চক্রবর্তী, হাজিনুর নবী জমাদার, শীতল দাস, হোসেন আজাদ দেওয়ান, তপন ঘোষ, সেলিনা খাতুন, ডঃ সমরেন্দ্রনাথ ঘোষ, এমদাদ হোসেন, সুশান্ত সাহা, দেবাশীষ ব্যানার্জী, সায়ন সেনাপতি, বিশ্বনাথ ভট্টাচার্য, অধ্যাপিকা অনুরাধা সেন, মহিবুর রহমান, বিকাশ যশ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি আব্দুল করিম বলেন, আলোকিত মানুষ চাই সেই আলোকিত মানুষ পৃথ্বীরাজ সেন প্রায় দু'হাজারের মতো কাব্যগ্রন্থ বিভিন্ন বিষয়ে রচনা করে বাংলা ভাষাকে পৃথিবীর সেরা সাহিত্যের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছেন। বাংলা সাহিত্যে এটি একটি ব্যতিক্রমী বিরল ঘটনা বলে অভিহিত করলেও অত্যুক্তি হবে না। বরেণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেন আমাদের রাজ্য বা দেশ থেকে সঠিক সম্মান না পাওয়ায় করিম সাহেব উদ্বেগ প্রকাশ করেন। সেদিনের সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন নটরাজ আর্ট গ্রুপের কাকলি সাহা ও মধুমিতা ধূত। রাজ্যের প্রায় সব জেলা থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও আসাম, ত্রিপুরা ও ছত্রিশগড়ের কবি সাহিত্যিক ও গুণী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত সকলেই পৃথ্বীরাজ সেনের কৃতিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এদিনের মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।