Left CPM and joined Trinamool
সি পি এম ছেড়ে ৩৪টি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেসে
Bengal Times News, 4 January 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ৩৪ টি পরিবার। জামালপুরের পাঁচড়া অঞ্চলের হাবাসপুর গ্রামের এই ৩৪ টি পরিবার আজ তৃণমূলের ব্লক পার্টি অফিসে এসে তৃণমূলের পতাকা তুলে নেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। যদিও এরা আগে প্রত্যেকেই তৃণমূলই করতেন মাঝে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেছিলেন।
তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান জানান, পূর্বে এরা তৃণমূল করলেও মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে এরা সিপিএমে যোগ দেয়। এরপর তারা বুঝতে পারেন উন্নয়ন এর কাজ করতে গেলে তৃণমূল ছাড়া অন্য কোন রাস্তা নেই। তাই তারা এই উন্নয়নে শামিল হতেই পুনরায় তৃণমূলে যোগদান করলেন। শেখ নিজাম, বিকাশ মালিক, সাগর বাগ, অসীম সাঁতরা সহ অনেকেই এই যোগদানে উপস্থিত ছিলেন। তাঁদের পক্ষ থেকে শেখ নিজাম বলেন মাঝে সাময়িক ভাবে তাঁরা সিপিএমে গেলেও তাঁরা তাদের ভুল বুঝতে পেরেছেন। তৃণমূল ছাড়া উন্নয়নের কাজ সম্ভব নয়। তাই তাঁরা আজ পুনরায় তৃণমূলে যোগদান করলেন।লোকসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলকে যথেষ্ট স্বস্তি দেবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।