ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু
Bengal Times News, 5 January 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : পূর্ব রেলের নবদ্বীপ ধাম রেল স্টেশন স্টেশন ও কালিনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুজনের, শুক্রবার দুপুর সোয়া দুটো নাগাদ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠালো পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মৃত দু'জনের নাম যথাক্রমে তজনু (৪৩) ও নেপাল বিশ্বাস বয়স আনুমানিক ৬৩ দুজনের বাড়ি নবদ্বীপ ব্লকের মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝের চড়া ও কালিনগর ঠাকুরপাড়া এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক রাত এগারোটা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তজনু শেখ। নবদ্বীপ ধাম স্টেশনে কর্মরত জিআরপি উদ্ধার করে ভর্তি করেন নবদ্বীপ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ছটায় মৃত্যু হয় ওই ব্যক্তির। অপরদিকে নবদ্বীপ ব্লকের কালিনগর স্টেশনের কাছে অচৈতন্য অবস্থায় আজ সকালে পড়ে থাকতে দেখেন নেপাল বিশ্বাসকে। তার পরিবারের লোকেরা এরপর তাকে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরতর চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানতে পারা যায়, মৃত নেপাল বিশ্বাস মানসিক রোগী ছিলেন। অপরদিকে তজনু সেখ ছিলেন একজন দিন মজুর।