Indian Football Association
আই এফ এ পরিচালিত লিগে ঐতিহাসিক জয় পেলো কলকাতার ইয়ুথ স্পোটর্স ফেডারেশন
Bengal Times News, 3 January 2024
বেঙ্গল টাইমস নিউজ : ঐতিহাসিক জয় পেলো ইয়ুথ স্পোটর্স ফেডারেশন এর অনূর্দ্ধ ১৩ ফুটবলাররা ৷ আই এফ এ পরিচালিত নার্সারি ফুটবল লিগ বি ডিভিশন চ্যাম্পিয়ন রাউন্ড এর খেলায় মুখোমুখি হয় কলকাতার ইষ্টবেঙ্গল স্কুল অব ফুটবল এক্সিলেন্স এবং কলকাতার ইয়ুথ স্পোটর্স ফেডারেশন ৷ বুধবার কলকাতার মাইকেল নগর নেতাজী সংঘ মাঠে ২ -০ গোলে হারতে হলো ইষ্টবেঙ্গল স্কুল অব এস্কিলেন্স কে ৷ জোড়া গোল করে ইয়ুথ স্পোটর্স ফেডারেশন এর পক্ষে আবির হালদার৷
উল্লেখ্য ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাব থেকেই এক সময় কলকাতা ফুটবলে প্রথম ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন এ ফুটবলার সাপ্লাই হতো৷ অনেক ফুটবলারই খেলেছেন গোয়ার ভাস্কো ক্লাব সহ আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ঢাকা মহামেডান-এ ৷ এই ম্যাচ জেতায় অত্যন্ত খুশি ইয়ুথ স্পোটর্স ফেডারেশন এর অন্যতম কর্তা খালিদ সাদিন সহ অন্যান্যরা।