Senior Citizen
প্রবীণ সম্মিলনীর উদ্যোগে চন্দননগরে বর্ণাঢ্য অনুষ্ঠান
Bengal Times News, 1 October 2023
লুতুব আলি, চন্দননগর : বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে চন্দননগরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রবীণ প্রবীণারা সম্মিলিত হওয়ায় এক আবেগঘন আবহের সৃষ্টি হয়েছিল। হুগলি জেলার প্রবীণ সম্মিলনীর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দননগরের ফটক গোড়া অফিস কক্ষে পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা হয়। বর্ণাঢ্য প্রভাত ফেরি ও শোভাযাত্রা চন্দননগরে সম্মিলনীর কার্যালয়ের সামনে থেকে শুরু করে পোস্ট অফিস, সনাতন তলা, ধর্মরাজ মন্দির, শুকসারি আবাসন, সোনাঝুরি আবাসন, ফটকগোড়া লাইব্রেরি পর্যন্ত পরিক্রমা করে।
এই ঐতিহ্যপূর্ণ দিনটিতে প্রবীণ প্রবীণারা একসাথে মিলিত হয়ে ভাববিনিময় করতে পেরে সংগঠনের সকল সদস্য সদস্যাদের খুশির জোয়ারে ভেসে যেতে দেখা যায়। একান্নবর্তী পরিবার ভেঙ্গে চুরমার হয়ে যাওয়াতে সমাজ ব্যবস্থায় এক সংকট তৈরি হয়েছে। একা থাকার প্রবণতা তৈরি হয়েছে। পিতা মাতাদের বয়স হয়ে গেলে তারা পরিবারের অন্যান্যদের কাছ থেকে অনেকে লাঞ্ছিত হন। ছেলে, বৌমাদের কাছ থেকে অনেকে অনভিপ্রেত আচরণ পেয়ে অনেক বৃদ্ধ বৃদ্ধাদের আদালতে পর্যন্ত দৌড়াতে হয়। এসবই সমাজ ব্যবস্থার অবক্ষয়ী রূপ বলে এদিনের অনুষ্ঠানে অনেকে অভিমত ব্যক্ত করেন। সংগঠনটির সদস্য সদস্যরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে প্রবীনদের প্রতি আরেকটু সহানুভূতিশীল হওয়ার আবেদন জানান।
এই সংগঠনটি একাধিক সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে চন্দননগর এলাকায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। প্রবীণ প্রবীনাদের সংগঠিত করে এই সংগঠনটি কাজ করায় অনেকে সন্তোষ প্রকাশ করেন। এই সংগঠনে যারা একা থাকেন তাদের সঙ্গে নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করা, কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া সংগঠনটির আশু কর্তব্য পালন করে। এছাড়াও এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য ও সম্মাননা দেওয়া ছাড়াও বস্তি এলাকায় গিয়ে দরিদ্র মানুষদের সেবা ও পরিষেবা দেয়। বিনামূল্যে খাদ্য ও পোষাক বিতরণ দরিদ্র মানুষদের কাছে এক বিরাট সহায়ক ভূমিকা পালন করে থাকে। বিশ্বনাথ চক্রবর্তীর সহায়তায় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় সাধন করে থাকেন। প্রবীণ প্রবীণারা বছরে একবার ভ্রমণ ও পিকনিকের আয়োজন করে থাকেন। এলাকায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেও সকলের নজর কেড়েছে। রবীন্দ্র-নজরুল জয়ন্তী, বিদ্যাসাগর জন্মজয়ন্তী, নববর্ষের অনুষ্ঠান, বিজয়া সম্মিলনী এই সব অনুষ্ঠানের সমাহারে সংগঠনটি উজ্জীবিত হয়ে চলেছে।
বিশ্ব প্রবীণ দিবসের দিন যে সমস্ত প্রবীণ প্রবীণারা উপস্থিত ছিলেন তারা হলেন : সংগঠনের সভাপতি সুনীল কুমার দাস সহ শুভ্রা পাল, স্বপ্না নন্দী, কাবেরী সিংহ রায়, নীরা দাস ঘোষ, চম্পা দাস, রীতা চক্রবর্তী, মৈত্রেয়ী মুখার্জী, অমিয় ভট্টাচার্য, জামিল সিংহ রায়, সুকুমার পারুই, রাম চক্রবর্তী, নিমাই চন্দ্র ঘোষ, অজিত চক্রবর্তী, গৌতম দত্ত, গৌতম চ্যাটার্জীঔ, গৌরাঙ্গ বিশ্বাস, সুবল দাস, শ্যামল পাল, মিনতি ব্যানার্জী, সরস্বতী পোদ্দার প্রমুখ।