Carnival in Bardhaman Town
বর্ধমানে মা কার্নিভালের শোভাযাত্রায় ২৮ টি পুজো অংশ নেবে
Bengal Times News, 19 October 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দুর্গোৎসবের মা কার্ণিভালের প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স হলে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। এবছর শহর বর্ধমানে কার্নিভালের শোভাযাত্রায় ২৮ টি পুজো কমিটি অংশ নেবে। ২৬ অক্টোবর কলকাতার ধাঁচে শহর বর্ধমানেও অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর মা কার্ণিভাল। কিভাবে কার্নিভাল অনুষ্ঠিত হবে, কোন পুজো কমিটি সামনে যাবে, কোন পুজো কমিটি পিছনে যাবে সেটা নির্ধারণ করতেই আজকের সভায় একটি লটারি অনুষ্ঠিত হয়। সেই লটারি অনুযায়ী ২৮ টি পূজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। লটারিতে যারা যেমন ভাবে স্থান পেয়েছে, সেই অনুযায়ী কার্ণিভালের শোভাযাত্রায় অংশগ্রহণ করবে পূজা কমিটি গুলি। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।
কার্ণিভালের শোভাযাত্রা কেমন হবে তার একটি গাইডলাইনও জেলা শাসক পূর্ণেন্দু মাজি পুজো কমিটি গুলোকে বলে দিয়েছেন। এবং শোভাযাত্রায় পূজো কমিটি গুলোর তরফে কি কি প্রদর্শন করা হবে সেই বিষয়গুলোও জেলা প্রশাসনকে আগেই জানাতে হবে।