Bangiya Bhasha Setu
গান্ধীজীর অহিংস দর্শনকে বস্তুনিষ্ঠ করে তুলতে বঙ্গীয় ভাষা সেতুর প্রয়াস
Bengal Times News, 2 October 2023
লুতুব আলি, চুঁচুড়া : গান্ধীজীর অহিংস দর্শনকে বস্তুনিষ্ঠ করে তুলতে বঙ্গীয় ভাষা সেতু প্রায় তিন দশক ধরে তাদের ধারাবাহিক প্রয়াসকে অব্যাহত রেখেছে। হুগলির চুঁচুড়াতে এই সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান বঙ্গীয় ভাষা সেতুর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মুরলী চৌধুরী। এই সংগঠনটি জাতীয় সংহতির বার্তা দিতে বাংলা ছাড়াও হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, তেলেগু এবং দক্ষিণ ভারতীয় প্রায় সমস্ত প্রধান আঞ্চলিক ভাষার ওপর এই সংগঠনটি সভা সেমিনার করে বলে জানান বঙ্গীয় ভাষা সেতুর সম্পাদক মুরলী চৌধুরী। গণতান্ত্রিক ভারতে বিভিন্ন ভাষার সমন্বয় সাধন করে আপামর ভারতবাসীর কাছে একটি সেতুর মতো উদাহরণ হিসাবে কাজ করে চলেছে সংগঠনটি। সেতু দিয়ে যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পারাপার করতে পারেন ঠিক সেই ভাবেই বঙ্গীয় ভাষা সেতু ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচনা করে চলেছে। মুরলি চৌধুরী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে ভাষাকে কেন্দ্র করে যে দাঙ্গা চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আমাদের দেশের যে সংবিধান তা পৃথিবীর মধ্যে আর অন্য কোন দেশে এমন সংবিধান মেলা ভার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখানে বসবাস করতে পারেন ও মত প্রকাশ করতে পারেন। বঙ্গীয় ভাষা সেতু নিরবচ্ছিন্নভাবে সেই বার্তায় ছড়িয়ে দিতে চায়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জী, উর্দু ভাষার বিশিষ্ট গবেষক ড. শাহিদ ফারুগি, আন্তরিক পত্রিকার সম্পাদিকা কবি অন্তরা সিংহ রায়, কানাইলাল রায়চৌধুরী, শিবনাথ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য এই অনুষ্ঠানে কবি অন্তরা সিংহ রায়ের কবিতার দুটি বই তবু ও কী প্রেম বুঝেছ ও গল্পের বই উজ্জীবন এবং জগন্নাথ কৈরী সম্পাদিত সাহিত্য পত্রিকা কাশ পলাশ ও শিউলি প্রকাশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উমাশংকর সেন, কল্যাণী মন্ডল, শান্তাকর রায়, সরস্বতী অধিকারী, পতিত পবন হালদার।