World Heart day
বিশ্ব হার্ট দিবস উদযাপনে টেরেসা মেমোরিয়াল হসপিটালের বর্ণাঢ্য র্যালি
Bengal Times News, 29 September 2023
জগন্নাথ ভৌমিক, ২৯ সেপ্টেম্বর, বর্ধমান :
"হৃদয় আছে যার সেই তো ভালবাসে,
প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আসে"।
একেবারে বাস্তব সত্যটি ফুটে উঠেছে গানের পঙক্তিতে। আসলে প্রেম ভালোবাসা সব কিছুর জন্য হৃদয়কে সুস্থ সবল রাখা খুবই প্রয়োজন। হৃদয় ঠিক না থাকলে সবই বৃথা। তাই হৃদয় ভালো রাখার বার্তা দিতে বিশ্ব হার্ট দিবসে টেরেসা মেমোরিয়াল হসপিটাল পথে নামল। উদ্দেশ্য হার্ট সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে টেরেসা মেমোরিয়াল হসপিটাল একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
এদিন শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে নেতাজি মূর্তির সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে কার্জনগেট, বিসি রোড, খোসবাগান এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সামনে হয়ে এসে শেষ হয়। এদিনের র্যালিতে পা মেলান টেরেসা মেমোরিয়াল হসপিটালের ডিরেক্টর দেবজ্যোতি ভট্টাচার্য, শুভজ্যোতি ভট্টাচার্য, অমিত পোদ্দার সহ সৌমেন চৌধুরী প্রমুখ। ব্যান্ডের তালে র্যালি এগিয়ে চলে। হার্টকে সুস্থ রাখতে কি ধরনের খাবার খাওয়া উচিত, কি রকম জীবন যাপন করা উচিত সেই বিষয়ে পরামর্শ সম্পর্কিত প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে হাঁটেন হসপিটালে নার্স স্বাস্থ্যকর্মী সহ অন্যান্যরা।