SBSTC
জনপরিবহণে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিএনজি বাস পরিষেবা বাড়ছে
Bengal Times News, 9 September 2023
অভিরূপ আচার্য, আসানসোল : জনপরিবহণে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ক্রমশঃ তাদের পরিষেবা বিস্তার করে চলেছে। পশ্চিম বর্ধমানের আসানসোল শহর থেকে আরো দুটি জেলার সঙ্গে সংযোগকারী দুটি রুটে বাস চালানো শুরু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এসবিএসটিসি)।
৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি সিএনজি বাস পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ তথা বলিউডখ্যাত চিত্রাভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যান্যদের মধ্যে ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জানান, আসানসোল থেকে ভেদিয়া (পূর্ব বর্ধমান) ভায়া দুর্গাপুর ও আসানসোল থেকে সিউড়ি (বীরভূম) ভায়া পাণ্ডবেশ্বর রুটে এদিন দুটি বাস চালানো শুরু হলো। রাজ্যের বেশ কয়েকটি গ্রীন ডিপো করা হবে। তার মধ্যে আসানসোল ও দুর্গাপুর আছে। এখনো পর্যন্ত ৩০ টির মতো ব্যাটারির বাস চালু করা হয়েছে। আরো ৯০ টি চালু করা হবে। এর পরে ইলেকট্রিক বাসও আসছে রাজ্যে।
মন্ত্রী মলয় ঘটক বলেন, এই আসানসোলের সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলার সংযোগ রয়েছে। তা আরো বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তারজন্যই এইভাবে বিভিন্ন রুটে বাস চালানো শুরু হচ্ছে।