SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Muthia Muralidharan মুথিয়া মুরালিধরন আসন্ন চলচ্চিত্র '৮০০'- র প্রচারের সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে


 

 Muthia Muralidharan 

মুথিয়া মুরালিধরন আসন্ন চলচ্চিত্র '৮০০'- র প্রচারের সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে 


জগন্নাথ ভৌমিক, কলকাতা : শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথিয়া মুরালিধরন অভিনেতা মধুর মিত্তালের সাথে তাঁর আসন্ন জীবনীমূলক চলচ্চিত্র ৮০০- র প্রচারের জন্য সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে আসেন। বৃহস্পতিবার স্কুলে এসে মুথিয়া মুরালিধরন ও মধুর মিত্তাল শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলেন। এছাড়াও তাঁরা সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং অটোগ্রাফ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিত বেরিওয়ালা, ভি.কে. গয়াল, জি এস খাজাঞ্চি, সঞ্জয় আগরওয়াল, রমেশ বেরিওয়াল, জগদীশ আগরওয়াল, কিষাণ কে. গুপ্ত এবং সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষকরা।

এই উপলক্ষে, সল্টলেক শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মিসেস নুপুর দত্ত বলেন, “মুথিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটারকে অতিথি হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। ছাত্ররা যথেষ্ট উচ্ছ্বসিত ছিল এবং শিশুরা তাঁর গল্প ও জ্ঞানের কথা শুনে মন্ত্রমুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছিল। তিনি স্কুল ক্রিকেটের গুরুত্বের উপর জোর দেন এবং শিক্ষার্থীদের তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করেন। মুরলিধরন একজন সফল ক্রিকেটারের রেসিপির মূল উপাদান হিসেবে আবেগ, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের উপর জোর দেন। তিনি প্রত্যেক খেলোয়াড়কে তাদের প্রতিশ্রুতিশীল কেরিয়ারে শুভেচ্ছা জানিয়ে স্বাক্ষর করেছেন।"

সল্টলেক শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল মিসেস নুপুর দত্ত আরও বলেন সল্টলেক শিক্ষা নিকেতনে, আমরা প্রতিটি শিশুর সামগ্রিক শিক্ষায় বিশ্বাস করি। এক্ষেত্রে শিক্ষাবিদ, সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ, ক্রীড়া শিক্ষা এবং জীবন দক্ষতা শিক্ষাও অন্তর্ভুক্ত। শিক্ষার সম্পূর্ণ উদ্দেশ্য শুধুমাত্র বইয়ের জ্ঞান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীর মধ্যে প্রজ্ঞা, সহানুভূতি, সাহস, মানবতা, সততা এবং নির্ভরযোগ্যতার মতো মানবিক মূল্যবোধ জাগ্রত করা শিক্ষার আসল উদ্দেশ্য। এখানে, আমরা সক্রিয় সহযোগিতামূলক এবং প্রযুক্তি ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের আবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তা ভবিষ্যতের প্রস্তুতি এবং জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে যা বিশ্ব নাগরিকত্ব বিকাশে অবদান রাখে। শিক্ষকদের শুধুমাত্র ভালোভাবে শেখানোর জন্যই প্রশিক্ষিত করা হয় না তাঁরা সকলেই তাঁদের শিক্ষার্থীদের প্রতি আস্থা ও বিশ্বাসকে অনুপ্রাণিত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad