Bhagat Singh birthday
শহীদ ভগৎ সিং এর জন্মদিন পালনে বাগনানের গান্ধীকে সম্মাননা
Bengal Times News, 28 September 2023
লুতুব আলি, হাওড়া : শহীদ ভগৎ সিং এর জন্মদিন উপলক্ষে বাগনানের গান্ধীকে সম্মাননা। ২৮ সেপ্টেম্বর শহীদ বিপ্লবী ভগৎ সিংয়ের জন্মদিন। এই উপলক্ষে আজ হাওড়ার বাগনানে শহীদ ভগৎ সিং কে অনাড়ম্বর ভাবে স্মরণ করলো রাজ্যের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। বাগনানের গান্ধী বলে পরিচিত গোপাল ঘোষ কে বরণ করলেন স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু। ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর পাঞ্জাবের লায়ালপুরের খাতকর কালান গ্রামে শিখ পরিবারে ভগৎ সিং এর জন্ম। এই পরিবারটি বরাবরই ব্রিটিশ বিরোধী ছিল। সেই কারণেই শৈশব অবস্থা থেকেই ভগৎ সিং এর দেশাত্মবোধ ও জাতীয়তা বোধের উপর মনন তৈরি হয়েছিল। মহান এই বিপ্লবীর দাদা ঠাকুর অর্জুন সিং ছিলেন হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের তথা আর্য সমাজের অগ্রজ ও নেতা। মাত্র ১৪ বছর বয়সে ভগৎ সিং মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। গান্ধীজীর দর্শণ কৈশোর ভগৎ সিং কে দারুন ভাবে নাড়া দিয়েছিল। যৌবনে পদার্পণ করে তিনি বুঝতে পেরেছিলেন বেয়াদব ইংরেজকে তাড়াতে গেলে সশস্ত্র আন্দোলনের দিকে ঝুঁকতে হবে। পরবর্তীতে কার্যত তিনি সশস্ত্র আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েন।
ঘটনা ক্রমে তিনি বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বটুকেশ্বর দত্তের সঙ্গেও নিবিড় সম্পর্ক স্থাপন করেন। শহীদ ভগৎ সিং জাতীয় স্তরের অন্যতম বিপ্লবী বটুকেশ্বর দত্তের খন্ডঘোষের ওঁয়ারী গ্রামেও এসেছিলেন। ভগৎ সিংহ পাঞ্জাবি ও উর্দু ভাষাতে ও পত্রিকা সম্পাদনা করেছিলেন। এই পত্রিকাতে সাহিত্যের পাশাপাশি জাতীয়তা বোধ গড়ে তোলার জন্য নানান লেখা স্থান পেতো। জন সন্ডআর্স ও চেন্নান সিং হত্যা মামলায় ভগৎ সিং জড়িয়ে পড়েন। মাত্র ২৩ বছর বয়সে এই হত্যার অভিযোগে ১৯৩১ সালের ২৩ মার্চ ভগৎ সিং এর ফাঁসি হয়। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, আজ শহীদ বিপ্লবী ভগৎ সিং এর জন্মদিন। তাঁকে আজ কজন মনে রেখেছেন ? এই মহান শহীদ বিপ্লবীর জন্মদিনে বাগনানের গান্ধী নামে খ্যাত গোপাল ঘোষকে সম্মাননা দিতে পেরে গর্ব অনুভব করছি। বাগনানের গান্ধী নামে পরিচিত গোপাল ঘোষ এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেন, কৈশোর বয়স থেকেই গান্ধীজী ও রবীন্দ্রনাথের দর্শন আমাকে আকৃষ্ট করেছিল। ২০০৯ সালে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর পাকাপাকিভাবে গ্রাম গঠনের কাজে নিজেকে নিয়োজিত করেছি। ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ মহিলা কো-অপারেটিভ সোসাইটি বাগনান স্থাপন করেছি। এখানে প্রায় ৩৬ হাজার মহিলা এই সমবায় সমিতির সদস্যা। শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে আমাকে যে সম্মাননা দেওয়া হল তাতে আমি আরও সমৃদ্ধ হলাম। স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়।