World Breastfeeding Week
মাতৃদুগ্ধ পানে সচেতনতার বার্তা দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উদযাপনের শুরু
Bengal Times News, 1 August 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে ১ আগস্ট থেকে শুরু হয়ে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উদযাপন হবে। পূর্ব বর্ধমান জেলায় ১ আগস্ট প্রথম দিনের অনুষ্ঠান হয় জেলা কালেক্টরেট বিল্ডিং ক্যাম্পাসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলা শাসক সানা আক্তার, বর্ধমান সদর মহকুমা শাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল প্রমুখ।
মঙ্গলবার একটি সুসজ্জিত ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা জেলা প্রশাসনের কর্তারা। এই ট্যাবলোটি জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে মায়েদের সচেতন করবে যাতে সমস্ত মায়েরা তাদের শিশুদের মাতৃদুগ্ধ পান করান। মাতৃদুগ্ধের যে বিকল্প নেই সেই বার্তাও দেওয়া হয়।
পাশাপাশি মায়েদের সচেতন করতে একটি পথনাটিকার আয়োজন করা হয়। এই বিষয়ে এদিন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, আজ থেকে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। এই কর্মসূচিটি জেলার প্রতিটা মহকুমা এবং ব্লকে পালন করা হবে। প্রত্যেক আইসিডিএস সেন্টারে মাতৃদুগ্ধ সম্পর্কে মায়েদের সবিস্তারে বোঝানো হবে। মাতৃদুগ্ধ শিশুদের জন্য কতটা জরুরী সেই বিষয়ে সচেতন করা হবে। এই সপ্তাহের প্রতিদিনই সমস্ত অঙ্গনওয়ারী সেন্টারে এই কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি প্রত্যন্ত গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের সচেতন করা হবে এবং বোঝানো হবে শিশুদের জন্য মাতৃদুগ্ধ কতটা জরুরী। বিভিন্ন সময়ে দেখা যায় অনেক মায়েরা বাইরে থেকে প্রোটিন যুক্ত খাবার শিশুদের খাওয়াচ্ছেন।
আগেকার মতো শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর প্রবণতা কমে গেছে। তাই মাতৃদুগ্ধ পান যাতে বাড়ানো যায় সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনে উদ্যোগী জেলা প্রশাসন।