SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Special Coaching at Govt. School বিশেষ কোচিং ক্লাসে দৃষ্টান্ত স্থাপন করল তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়



Special Coaching at Govt. School 
বিশেষ কোচিং ক্লাসে দৃষ্টান্ত স্থাপন করল তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়

Bishwarup Das
Bengal Times News, 2 August 2023

🔵 বিশ্বরূপ দাস

তেজগঞ্জ উচ্চ বিদ্যালয় নব নব দৃষ্টান্তের এক নাম। এখানকার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা প্রতিনিয়ত তাদের সীমিত ক্ষমতা দিয়ে নানা বাধা প্রতিবন্ধকতার মধ্যে অসাধ্য সাধন করেন। চেষ্টা করেন তৃষিত মরুভূমির বুকে মরুদ্দ্যান রচনা করতে। পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে আগামী দিনে মানুষের মত মানুষ হয়, সুনাগরিক হয় এবং সমাজের বৃহত্তর কল্যাণে নিজেকে জনসেবায় উৎসর্গ করতে পারে সেই শিক্ষা এখানকার শিক্ষক শিক্ষিকারা দিয়ে থাকেন। বলতে দ্বিধা নেই এই এলাকার ছাত্র-ছাত্রীদের বেশিরভাগ অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে এসেছে। তাদের মেধা শহরের নামিদামি স্কুলগুলোর ছাত্র-ছাত্রীদের ধারে কাছে নেই। দুবেলা দুমুঠো ভালোভাবে খাবার জোটে না অনেকেরই। অনেকেই প্রয়োজন মত বই কিনতে পারে না। রোগবালাই হলে শহরের হাসপাতালের উপরই তাদের নির্ভর করতে হয়। কখনো কখনো পরিবারের মুখে অন্ন সংস্থানের জন্য বাবা মায়ের হাতের কাজে হাত লাগাতে হয়। তাই পড়াশুনার ক্ষেত্রে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়ে যায়। এছাড়াও দীর্ঘদিন গ্রীষ্মবকাশের কারণে পড়াশোনার ক্ষেত্রে যে বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে এ কথা মাথায় রেখেই পরিকল্পনা গ্রহণ করেছেন এখানকার শিক্ষক-শিক্ষিকারা। 
সেই পরিকল্পনার কথা মাফিক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী এবং পরিচালন কমিটির প্রেসিডেন্ট নিতাই চন্দ্র কাইতি'র উদ্যোগে এবং বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রয়াসে প্রতি শনিবার বিদ্যালয়ের ছুটির পর দুটি করে বিশেষ কোচিং ক্লাস শুরু হয়েছে। সেই ক্লাসে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের যেমন কাঙ্খিত মানে পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা করছেন এখানকার শিক্ষক শিক্ষিকারা তেমনি মেধাবী এবং মধ্যম মানের ছাত্র-ছাত্রীদের দিয়ে কিভাবে ভালো রেজাল্ট করানো যায় তারও আন্তরিক প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি বিষয়ে ধরে ধরে খুঁটিয়ে পড়ানো এবং বোঝানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে তাদের সহপাঠীকে বিষয়টি গল্পচ্ছলে বলতে পারে বা বোঝাতে পারে সেদিকেও শিক্ষক শিক্ষিকারা তাদের অনুপ্রাণিত করছেন। এছাড়াও শিক্ষাকে আনন্দদায়ক করে তোলার জন্য তথা Joyful learning এর জন্য প্রতি সপ্তাহে শিক্ষক শিক্ষিকারা নানান ধরণের কুইজ, সেমিনার, আলোচনা চক্র, মডেল প্রদর্শন, চার্ট তৈরী, কম্পিউটার লাইভ সো'র আয়োজন করে থাকেন এবং সদ্য গড়ে ওঠা ল্যাবরেটারিতে নিয়ে গিয়ে হাতে-কলমে বিজ্ঞান এবং ভৌগোলিক জগতের সাথে পরিচয় করান। এছাড়াও গ্রীষ্মবকাশে এবং পুজোর ছুটির সময় এখানকার শিক্ষকরা অনলাইনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে থাকেন  যা ছাত্রছাত্রীদের অনেক উপকারে লাগে। 
শনিবারের এই বিশেষ ক্লাসে ছাত্র-ছাত্রীদের আগ্রহ এবং শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ চোখে পড়ার মতো। আগামী  দিনে টেস্টের আগে পরে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল টাইমের বাইরে কোন বিশেষ কোচিং ক্লাস করা যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা করছেন এখানকার প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তাদের এই প্রচেষ্টা ও ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন অভিভাবকরা। এলাকার শিক্ষানুরাগী মানুষজন এবং অভিভাবকদের বেশিরভাগ মনে করেন তেজগঞ্জ উচ্চ বিদ্যালয় আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা সহ গোটা পশ্চিমবঙ্গে এক অসামান্য দৃষ্টান্তের নজির রাখবে। তাদের এই বিশ্বাসকে শ্রদ্ধা ও সম্মান জানাই।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad