Bharat Sanskriti Utsav
ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ এর প্রস্তুতি শুরু
Bengal Times News, 5 August 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ - এর প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান হাউস এর কনফারেন্স হলে। ৫ আগস্টের সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন ভারত সংস্কৃতি উৎসব এর প্রাণ পুরুষ সংগঠনের সাধারণ সম্পাদক তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার, কার্যকরী সভাপতি তথা বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী অরূপ দাস, আহ্বায়ক তথা সাংস্কৃতিক সংগঠক শ্যামল দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য তথা বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী ডঃ দেবেশ ঠাকুর, সাহিত্যিক ও সমাজসেবী নিখিল চক্রবর্তী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী অমৃতা দাস, ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম কর্মকর্তা দোয়েল চক্রবর্তী, রিদিম পোদ্দার সহ অন্যান্যরা।
সাংবাদিক সম্মেলনে ভারত সংস্কৃতি উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, এবছর ভারত সংস্কৃতি উৎসব ১৬ তম বর্ষে পদার্পন করলো। এবং একই সঙ্গে ৩৭ তম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে৷
আগামী ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের টাউন হল ময়দানে, ১৬ এবং ১৭ ডিসেম্বর ২০২৩ অনলাইন প্রতিযোগিতা আমাদের সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হবে। ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কলকাতা সত্যজিৎ রায় অডিটোরিয়াম, বেঙ্গল গ্যালারি এবং অবনীন্দ্র নাথ গ্যালারিতে, আই, সি, সি, আর, কলকাতায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ২৫ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হইবে। এই ১৬ দিন সমস্ত বিশ্বের সংস্কৃতি মনস্ক মানুষ আমাদের উৎসবে উপস্থিত হয়ে তাহাদের নিজ নিজ সংস্কৃতির মেল বন্ধনে আবদ্ধ হবে।
১৬ তম ভারত সংস্কৃতি উৎসবে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগীদের এক বছরের জন্যে আর্থিক বৃত্তি, নগদ পুরস্কার এবং নিখরচায় বিদেশ ভ্রমণ ও অনুষ্ঠান করবার সুযোগ (এই সুযোগ গুলি বিগত পাঁচ বছর ধরে চলে আসছে)।
এই বছরে নুতন সংযোজন- শুধুমাত্র বর্ধমানে অনুষ্ঠিত ভারত সংস্কৃতি উৎসবে যেসব প্রতিযোগীরা প্রথম স্থান অধিকার করবে তারা কলকাতায় ভারত সংস্কৃতি উৎসবে বিনামূল্যে প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবেন।
ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ - এ সকল বিশেষ প্রতিযোগীদের থাইল্যান্ড, মালয়েশিয়া ও দুবাইয়ে ভারত সংস্কৃতি যাত্রা ২০২৩ এ অংশগ্রহণ করানো হয়েছিল, প্রসেনজিৎ পোদ্দার আজ তাদের সাংবাদিকদের সামনে পরিচয় করান। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের অভিজ্ঞতার কথা শোনালেন।
ভারত সংস্কৃতি উৎসবের মুখ্য আয়োজক হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। ২০২১ - ২২ আর্থিক বর্ষে ভারতবর্ষের মোট ১২টি সংস্থাকে মন্ত্রকের সর্ব্বোচ্চ অনুদান প্রকল্প National Presence প্রদান করেছেন, তার মধ্যে আমাদের সংস্থা অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন শহরে, গ্রামে ভারতীয় সংস্কৃতির প্রচার প্রসারে সংস্কৃতি মন্ত্রক এই অনুদান প্রদান করে থাকেন। এই অনুদানের আওতায় হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি এই বছর জানুয়ারী ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৫টি দেশে ১৬টি রাজ্যে ২৬টি শহরে ৩৫টি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ সেই মতো গত জানুয়ারী মাস থেকে ইতিমধ্যে ৪টি দেশে ৯টি রাজ্যে, শহরে ১৫টি অনুষ্ঠান আগস্ট মাস পর্যন্ত অনুষ্ঠিত হবে।