SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Bharat Sanskriti Utsav ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ এর প্রস্তুতি শুরু

 



Bharat Sanskriti Utsav

ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ এর প্রস্তুতি শুরু 




Jagannath Bhoumick
Bengal Times News, 5 August 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ - এর প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান হাউস এর কনফারেন্স হলে। ৫ আগস্টের সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন ভারত সংস্কৃতি উৎসব এর প্রাণ পুরুষ সংগঠনের সাধারণ সম্পাদক তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার, কার্যকরী সভাপতি তথা বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী অরূপ দাস, আহ্বায়ক তথা সাংস্কৃতিক সংগঠক শ্যামল দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য তথা বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী ডঃ দেবেশ ঠাকুর, সাহিত্যিক ও সমাজসেবী নিখিল চক্রবর্তী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী অমৃতা দাস, ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম কর্মকর্তা দোয়েল চক্রবর্তী, রিদিম পোদ্দার সহ অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে ভারত সংস্কৃতি উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, এবছর ভারত সংস্কৃতি উৎসব ১৬ তম বর্ষে পদার্পন করলো। এবং একই সঙ্গে ৩৭ তম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে৷

আগামী ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের টাউন হল ময়দানে, ১৬ এবং ১৭ ডিসেম্বর ২০২৩ অনলাইন প্রতিযোগিতা আমাদের সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হবে। ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কলকাতা সত্যজিৎ রায় অডিটোরিয়াম, বেঙ্গল গ্যালারি এবং অবনীন্দ্র নাথ গ্যালারিতে, আই, সি, সি, আর, কলকাতায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ২৫ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হইবে। এই ১৬ দিন সমস্ত বিশ্বের সংস্কৃতি মনস্ক মানুষ আমাদের উৎসবে উপস্থিত হয়ে তাহাদের নিজ নিজ সংস্কৃতির মেল বন্ধনে আবদ্ধ হবে।

১৬ তম ভারত সংস্কৃতি উৎসবে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগীদের এক বছরের জন্যে আর্থিক বৃত্তি, নগদ পুরস্কার এবং নিখরচায় বিদেশ ভ্রমণ ও অনুষ্ঠান করবার সুযোগ (এই সুযোগ গুলি বিগত পাঁচ বছর ধরে চলে আসছে)।

এই বছরে নুতন সংযোজন- শুধুমাত্র বর্ধমানে অনুষ্ঠিত ভারত সংস্কৃতি উৎসবে যেসব প্রতিযোগীরা প্রথম স্থান অধিকার করবে তারা কলকাতায় ভারত সংস্কৃতি উৎসবে বিনামূল্যে প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবেন।

ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ - এ সকল বিশেষ প্রতিযোগীদের থাইল্যান্ড, মালয়েশিয়া ও দুবাইয়ে ভারত সংস্কৃতি যাত্রা ২০২৩ এ অংশগ্রহণ করানো হয়েছিল, প্রসেনজিৎ পোদ্দার আজ তাদের সাংবাদিকদের সামনে পরিচয় করান। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের অভিজ্ঞতার কথা শোনালেন। 

ভারত সংস্কৃতি উৎসবের মুখ্য আয়োজক হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। ২০২১ - ২২ আর্থিক বর্ষে ভারতবর্ষের মোট ১২টি সংস্থাকে মন্ত্রকের সর্ব্বোচ্চ অনুদান প্রকল্প National Presence প্রদান করেছেন, তার মধ্যে আমাদের সংস্থা অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন শহরে, গ্রামে ভারতীয় সংস্কৃতির প্রচার প্রসারে সংস্কৃতি মন্ত্রক এই অনুদান প্রদান করে থাকেন। এই অনুদানের আওতায় হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি এই বছর জানুয়ারী ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৫টি দেশে ১৬টি রাজ্যে ২৬টি শহরে ৩৫টি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ সেই মতো গত জানুয়ারী মাস থেকে ইতিমধ্যে ৪টি দেশে ৯টি রাজ্যে, শহরে ১৫টি অনুষ্ঠান আগস্ট মাস পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad