Awareness rally
পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশের উদ্যেগে সচেতনতা র্যালি
Bengal Times News, 7 August 2023
কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়ত পুলিশের তরফে বিভিন্ন ভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান করা হচ্ছে। সেই কর্মসূচিতে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এবং কুলটি ট্রাফিক গার্ডের সহযোগিতায় লেফ্ট ব্যাঙ্ক থেকে কল্যানেশ্বরী মোড় পর্যন্ত ডিভিসি হাই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে একটি সচেতনতা মিছিল করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা, এস আই ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়, এএসআই সৌমেন্দ্রনাথ দে সহ কুলটি ট্রাফিক গার্ডের এএসআই ধনঞ্জয় চৌবে এবং ডিভিসি স্কুলের শিক্ষকরা ও অন্যান্য পুলিশ কর্মীরা। তাছাড়া এদিন রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের লিপলেট দিয়ে সচেতন করা হয়। এবং বলা হয় হেলমেট ব্যবহার করতে। তবেই পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে।