পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্যে সাধারণ মানুষকে মন্ত্রী স্বপন দেবনাথ এর অভিনন্দন
Bengal Times News, 12 July 2023
বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : ত্রিস্তর পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যের জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন পূর্বস্থলি দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ১২ জুলাই হেমাতপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি অভিনন্দন যাত্রা এলাকা পরিক্রমা করে। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ অভিনন্দন যাত্রায় পথচারী, রাস্তার ধারের দোকানদার, ব্যবসায়ী সহ সকলকে অভিনন্দন জানান। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলি ১ পঞ্চায়েত সমিতির বিগত বোর্ডের সভাপতি তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
এদিন পূর্বস্থলী-১ ব্লকের হেমাতপুর, নাদনঘাট, শ্রীরামপুর সহ কয়েকটি জায়গায় পথসভা করে সকলকে অভিনন্দন জানান মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য সভা থেকে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ২১ জুলাই ধর্মতলায় শহিদ স্মরণসভায় সকলকে হাজির হওয়ার আহ্বান জানান।
এদিনের সভা থেকে দলীয় কর্মীদের বিজয়োল্লাসের বিষয়ে সতর্ক করে দিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কোনওভাবেই কারও অসুবিধা সৃষ্টি করে উল্লাস করা যাবে না। নিজ গ্রামের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে অভিনন্দন বার্তা দিয়ে সীমাবদ্ধ থাকতে হবে।