মন্ত্রীর হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলি : পঞ্চায়েত নির্বাচনের আগে জোর ধাক্কা খেল সিপিআইএম। যেখানে চারদিকে রব উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ক্রমশ দূরে সরে যাচ্ছেন, ঠিক তখনই দেখা গেল তার উলট পুরান। আর এই অসাধ্য সাধন করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তারই বিধানসভা এলাকা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বগপুর ধর্মতলায় সিপিআইএম থেকে পুরুষ মহিলা নির্বিশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা প্রকাশ্যে মাইক্রোফোনে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তারা সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবেই গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে চান'।
মন্ত্রী স্বপন দেবনাথ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা মানুষজনের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প গুলি সকলের সামনে তুলে ধরার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যাতে বিপুল ভোটে জয়লাভ করতে পারে তার জন্য সকলকে সচেষ্ট হতে বলেন।
যদিও সিপিআইএম এর স্থানীয় নেতৃত্বের দাবি তাদের দল ছেড়ে কেউ কোথাও যাননি। ওটা তৃণমূল কংগ্রেসের গট-আপ গেম। আসল সত্যটা ধামাচাপা দিতেই নাটক করছে।