Cardiac Cath Lab
কার্ডিয়াক কেয়ার সেন্টার ও ক্যাথ ল্যাব পরিষেবা এখন বর্ধমানে
Bengal Times News, 16 April 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : হার্টের চিকিৎসার জন্য এখন আর কলকাতা কিংবা চেন্নাই ছুটতে হবে না। শহর বর্ধমানেই এবার পাওয়া যাবে হার্টের উন্নতমানের চিকিৎসা পরিসেবা। বর্ধমান শহরের উপকন্ঠে বামচাঁদাইপুর এলাকায় জাতীয় সড়কের ধারে অবস্থিত ক্যামরি (Chittaranjan Advanced Medical Referral Institute) হসপিটাল। বিশিষ্ট কার্ডিয়াক চিকিৎসকদের উপস্থিতিতে হার্টের চিকিৎসার পাশাপাশি অপারেশনের সুবন্দোবস্ত নিয়ে এসেছে ক্যামরি সুপার স্পেশালিটি হসপিটাল।
১৬ এপ্রিল লাল ফিতের বাঁধন কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ক্যামরি হাসপাতালে কার্ডিয়াক কেয়ার সেন্টার ও ক্যাথ ল্যাব পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পরে বেচারহাটের কাছে জাতীয় সড়কের ধারে একটি বিলাসবহুল হোটেলে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, ক্যামরি হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কুশনাভ পবি, বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন ডাঃ সুজয় চ্যাটার্জী, ক্যাথ ল্যাব ডিরেক্টর ডাঃ গৌরব ভট্টাচার্য। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট চিকিৎসক ও সমাজের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।