Tripura Vijoy
ত্রিপুরা বিজয়
🟣 দিলীপ রঞ্জন ভাদুড়ী
ওগো মা ত্রিপুরেশ্বরী
বলো তুমি কেমন আছ!
চার পূজারী নেমেছে নৃত্যে
পুজোর পালা, কাকে বাছ।
পর্বতবাসী ত্রিপা এবার তাঁরা
চেয়ে বসেছে দেশের ভাগ,
গেরুয়া পূজারী এখন তোমার
তাঁদের হয়েছে ভীষণ রাগ।
বাম ডান দুয়ে মিলে চাইছে
এবার তোমার পুজোর পালা,
সেটা দেখে এক ইঞ্জিন দলের
গায়ে ধরেছে বড়ই জ্বালা।
এবার বলো রাজমাতা মোর
কাকে দেবে বরণ ডালা,
কে জিতবে ভোট যুদ্ধে
কে পাবে মা পুজোর পালা।
ভূমি পুত্র পুত্রীরা কেউ
নেই শুনছি মোটেই সুখে
পরিযায়ী নেতা নেত্রীরা সব
ছুটে গেছে তাঁদের দুঃখে।
চরাম চরাম বাজছে ঢাক
গুড় বাতাসা হাতে নিয়ে,
ত্রিপুরা বাসী আয় ছুটে আয়
ভোটের বাক্সে দিস পুষিয়ে।
গেরুয়া বলছে, ছোট রেলে নয়
এক ইঞ্জিনে চলে সেটা,
আমার ট্রেনে হকার আছে
ডবল ইঞ্জিনে চলবে এটা।
বামডান আদি পূজারী
ডান হাতে পূজো বামাচারে
ত্রিপুরাবাসী ভাই আমাদের
ভোট দিও দুহাত ভরে।
পাঁচটি জেলার জন জাতি
ত্রিপা এবার চাইছে ভাগ
পায়নি মর্যাদা এত দিন তারা
কাটতে পারে তাঁরাও দাগ।
চতুর্মুখী লড়াই এবার
কেউ ছাড়বে না নিজের মাটি
রাজমাতা ত্রিপুরেশ্বরী বেছে নিও
যে দলটি সবসে খাঁটি।
লেখক : অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার ও আইনজীবী।