Tribal Cultural Fair : Joy Johar
পূর্ব বর্ধমানে জয় জোহার মেলা শুরু হলো জামালপুরে
Bengal Times News, 28 January 2023
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্যে ১০২ টি ব্লকে শুরু হয়েছে জয় জোহার মেলা। পূর্ব বর্ধমানের জামালপুর কিষাণ মান্ডিতে শুরু হয়েছে আদিবাসীদের এই জয় জোহার মেলা। সকালে পূজা পাঠ একটি মশাল দৌড়ের মাধ্যমে এই মেলার সূচনা করা হয়। পরবর্তীতে জাতীয় পতাকা এবং আদিবাসীদের পতাকা উত্তোলন করা হয়। আজকের এই মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ-সভাপতি দেবু হেমব্রম, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ,বিসিডাব্লিউ অফিসার সুপ্রভাত চক্রবর্তী, পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপপ্রধান বিকাশ পাকড়ে, জয়দেব দাস, তারক টুডু, তাবারক আলী মন্ডল সহ স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন রবিন মান্ডি। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। এরপর বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর আদিবাসী সম্প্রদায়ের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি তা তুলে ধরেন। আজ এই মা মাটি মানুষের সরকারই আদিবাসী সমাজকে মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আনার ব্যাপক চেষ্টা করছেন। আর তারই ফলশ্রুতি এই জয় জোহার মেলা। ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। তিনদিন ধরে হবে বিভিন্ন স্পোর্টস, দৌড় প্রতিযোগিতা, তীরন্দাজি প্রতিযোগিতা, আদিবাসী নৃত্য সহ ৮ দলীয় একটি ফুটবল প্রতিযোগিতাও হবে। অনুষ্ঠানের শেষ দিন মঞ্চ থেকে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হবে।
উপস্থিত অতিথিরা আদিবাসীদের সঙ্গে তাদের ধামসা মাদল বাজান ও নৃত্যের তালে পা মেলান। মেলায় স্থানীয় স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েদের তৈরি বিভিন্ন জিনিস, কৃষিজ জিনিসের বিভিন্ন স্টল করা হয়েছে।