হাইকোর্টের তিনজন বিচারকের রদবদল
Bengal Times News, 15 July 2023
বেঙ্গল টাইমস নিউজ : দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে আসছেন বিচারক গৌরাঙ্গ কান্ত। ১৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করার পর শনিবার তিনজনকে স্থানান্তর করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে পিআইবি'র পক্ষ থেকে জানানো হয়েছে ওই স্থানান্তর প্রক্রিয়ায় বিচারক দীনেশ কুমার সিং এলাহাবাদ হাইকোর্ট থেকে কেরালা হাইকোর্টে যাচ্ছেন। আবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে বিচারক মনোজ বাজাজ এলাহাবাদ হাইকোর্টে যাচ্ছেন। এছাড়া দিল্লি হাইকোর্ট থেকে বিচারক গৌরাঙ্গ কান্ত কলকাতা হাইকোর্টে আসছেন। জানা গেছে, স্থানান্তর হওয়া সকল বিচারকদের সংশ্লিষ্ট হাইকোর্টে তাদের অফিসের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া।