Arrest mother
ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মা
Bengal Times News, 20 March 2023
বেঙ্গল টাইমস নিউজ, দুর্গাপুর : ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার গর্ভধারিনী মা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ঘটনা। একই পরিবারে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মা সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য ১৯ মার্চ দুর্গাপুর পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের কুরুরিয়া ডাঙ্গার মিলন পল্লীতে নিজের বাড়িতে হাত বাঁধা এবং গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অমিত মন্ডল নামে এক যুবককে। ওই ঘরের বিছানায় তার স্ত্রী রূপা মণ্ডল ও সাত বছরের পুত্র নির্মিত এবং দেড় বছরের শিশু কন্যা নিকিতা'র নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অমিতের পরিবার ও প্রতিবেশীরা মা বুলা রানী মন্ডল ও মামার বাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিল। মৃতদেহগুলি উদ্ধারের পর পুলিশ ফরেনসিক তদন্তে নামে এরই মধ্যে মৃতা রূপা মন্ডলের বাবা বিশ্বম্ভর পাল, অমিতের মা বুলা রানী মন্ডলসহ মোট কুড়িজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিস্তৃত তদন্ত করে আজ মৃত অমিতের মা বুলা রানী মন্ডল, মামাতো ভাই প্রশান্ত ওরফে গৌতম নায়েক ও মামাতো ভাইয়ের স্ত্রী শিলা নায়েককে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে বধূ নির্যাতন, খুনের অভিযোগ, সম্পত্তি কব্জা করা এবং ষড়যন্ত্র করে হত্যা করার ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক গৌতম নায়েককে ১০ দিনের পুলিশি হেফাজত ও বুলারানী মন্ডল এবং শিলা নায়ক কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।